মালয়েশিয়ার দুই দশকের প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। সংক্রমণের চিকিৎসার জন্য ৯৮ বছর বয়সী মাহাথিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানান তার মুখপাত্র।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। তবে মাহাথির মোহাম্মদ কীসের সংক্রমণর আক্রান্ত হয়েছেন তা এখনো বলা হয়নি।