দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে সন্তান হারানো সেই বাবা এখন এলাকাছাড়া

প্রথম আলো প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৫

ঢাকার উত্তরায় ২০১৭ সালে দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে খুন হয়েছিল স্কুলছাত্র আদনান কবির। তার বাবা মো. কবির হোসেন প্রথম আলোকে বলেছেন, তিনি ছেলে হত্যার বিচার এখনো পাননি। আর কিশোর গ্যাংয়ের হুমকিতে তিনি উত্তরা ছেড়েছেন।


রাজধানীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা ব্যাপকভাবে আলোচনায় এসেছিল উত্তরায় আদনান হত্যার ঘটনায়। ২০১৭ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় অষ্টম শ্রেণির ছাত্র আদনানকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের খেলার মাঠে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।


র‌্যাব এ ঘটনায় অভিযান চালিয়ে ‘ডিসকো বয়েজ’ ও ‘নাইন স্টার গ্রুপ’–এর আটজনকে গ্রেপ্তার করেছিল। আদনানের বাবা কবির হোসেন ১ ফেব্রুয়ারি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হয়েছিলেন মোট ২৬ আসামি। তাঁরা সবাই এখন জামিনে। আসামিরা কারাগার থেকে বেরিয়ে হুমকি দিতে থাকেন। এ কারণেই তিনি পরে উত্তরা ছেড়ে দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও