আজীবন সম্মাননায় রেজওয়ানা চৌধুরী বন্যা
ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পদক পেয়েছেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত ২৫ জানুয়ারি এ ঘোষণা দেওয়া হয়। আগামী এপ্রিল-মে মাসে ভারতের রাষ্ট্রপতির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করার কথা রয়েছে তাঁর। এদিকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রেজওয়ানা চৌধুরী বন্যাকে আজীবন সম্মাননা দিচ্ছে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্র্যাব)।
ট্র্যাব ও স্মার্ট বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শাহবাগের একটি হোটেলে আয়োজন করা হয়েছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে তুলে দেওয়া হবে আজীবন সম্মাননার পুরস্কার। পুরস্কার তুলে দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।