সঙ্গীকে যেসব কথা বলতে নেই
প্রথম আলো
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫
মান-অভিমান কোন সম্পর্কে থাকে না বলুন? দুজন মানুষ একই সঙ্গে চলতে গেলে কখনো কখনো রাগারাগি, ঝগড়াঝাঁটি হওয়াটাই স্বাভাবিক। তবে যত রাগই হোক, কিছু কথা কখনোই বলতে নেই, যা সম্পর্কের ভিতকে নড়বড়ে করে তোলে। এসব কথা বলে ফেলার পর ঠান্ডা মাথায় যতই আপনি দুঃখ প্রকাশ করুন না কেন, সম্পর্কে কিন্তু আগের সেই মধুরতা ফিরে না-ও আসতে পারে।
আমি এই সম্পর্ক থেকে বের হয়ে যেতে চাই
আপনি আপনার সঙ্গীকেই ভালোবাসেন, তাঁর সঙ্গেই জীবনটা পার করতে চান। কিন্তু রাগের মুহূর্তে বলে ফেললেন তাঁকে ছেড়ে যাওয়ার কথা। বিচ্ছেদের হুমকি দিয়ে বসলেন। এতে কিন্তু আপনার সঙ্গীর বিশ্বাস টলে যাবে। তিনি এই সম্পর্কে আর নিরাপদ বোধ করবেন না।
- ট্যাগ:
- লাইফ
- সম্পর্ক উন্নয়ন