খাদিকে তরুণ প্রজন্মের কাছে নতুন রূপে তুলে ধরল যে আয়োজন

প্রথম আলো প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:৫২

খাদি নিয়ে চর্চায় কিছুটা যেন ভাটার টান। সেই ভাটাতে জোয়ার আনতেই যেন রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ১৯ ও ২০ জানুয়ারি হয়ে গেল ‘খাদি: দ্য ফিউচার ফেব্রিক শো ২০২৪’। জমকালো এ আয়োজন পরিচালনা করেছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)।


তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারের হলের ভেতরে ছিল নানা কারুশিল্পের প্রদর্শনী। বিভিন্ন দেশীয় ঐতিহ্য নিয়ে উপস্থিত ছিলেন দেশে-বিদেশে পুরস্কার পাওয়া ৪৫ জন দক্ষ শিল্পী ও উদ্যোক্তা।


ছিল মাটির টেপা পুতুল থেকে শখের হাঁড়ি, বেতের আসবাব থেকে বাঁশের বাঁশি, রঙিন সুতার হাতপাখা আর পাটের আসবাব, পটে আঁকা জলছবি, শীতলপাটি, দেশীয় গয়না ও কাঠের সরঞ্জাম। এসব পণ্যে ফুটে উঠেছিল এ দেশেরই রং ও বৈচিত্র্য। কারুশিল্পের এ প্রদর্শনীর বিষয়ে এফডিসিবির সাধারণ সম্পাদক শৈবাল সাহা বলেন, ‘খাদি শুধু পোশাকে আটকে থাকবে না, আসবাব থেকে সাজসজ্জা—সবকিছুতেই মানিয়ে যায় এ শিল্প।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও