টিকে থাকতে হলে বিএনপিকে কৌশল পাল্টাতে হবে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবেই হোক করিয়ে নেওয়া হলো। নির্বাচন হওয়ার আগে অবশ্য অনেকই ধন্দে ছিলেন, নির্বাচন হবে কি হবে না। কারণ, এ নিয়ে নানা রকমের টানাপোড়েন ছিল। চাপও ছিল দেশে ও বিদেশে। কিন্তু রাজনীতির নাটাইটা এখন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের হাতে।
অবশ্য সেই নাটাইটা ক্ষমতাসীন হাতেই ছিল। কিন্তু বিএনপি ছিল প্রবল প্রতিপক্ষ। তারা অনেক দিন ধরেই মিছিল, মিটিং, মানববন্ধন, হরতাল, অবরোধ করে একটা আবহ তৈরি করেছিল। তারা ভেবেছিল এই চাপটা হয়তো কাজে লাগবে। তাদের দাবি আদায়ের পক্ষে হয়তো সহায়ক হবে। এর বাইরে ছিল পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যদের নানান চাপ। তারা বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সব সময়ই সরব ছিল।