বঙ্গবাজারে ১০ তলা বিপণিবিতান হবে, সময় লাগবে ৪ বছর
আগুনে পুড়ে যাওয়া ঢাকার ফুলবাড়িয়ার বঙ্গবাজার কমপ্লেক্সের স্থানে ১০ তলা বিপণিবিতান নির্মাণ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ৩৬৫ কোটি টাকা ব্যয়ের প্রস্তাবিত এই বিপণিবিতানের নির্মাণকাজ ২০২৮ সালে শেষ হতে পারে। নির্মাণকাজ শেষে নতুন বিপণিবিতানে উঠতে পারবেন ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা। ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসসিসির প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে জানান, ভূমিতলসহ (বেজমেন্ট) ১০ তলা এই বিপণিবিতানের নির্মাণকাজ আগামী এপ্রিল মাসের মধ্যে শুরু হতে পারে। বিপণিবিতানের নির্মাণব্যয়ের পুরো টাকা দোকানমালিকদের কাছ থেকে নেওয়া হবে।