সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪, ১২:২২

করোনা মহামারি যখন বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছিল, তখনই স্বাস্থ্যবিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছিলেন, ভবিষ্যতে মহামারির প্রাদুর্ভাব কমে এলেও করোনার সঙ্গে মানিয়েই মানুষকে বসবাস করা শিখতে হবে।


দ্রুততম সময়ের মধ্যে টিকা আবিষ্কার এবং বিশ্বের বেশির ভাগ মানুষকে টিকার আওতায় আনতে পারায় মহামারির দুর্বিষহ দিনগুলো আমরা পার হয়ে আসতে পেরেছি। কিন্তু মহামারি যে সতর্কবার্তা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার শিক্ষা দিয়ে গেছে, তা ভুলে গেলে বা উপেক্ষা করলে যেকোনো মুহূর্তে বিপদ আসতে পারে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, করোনার অমিক্রন ধরনের একটি উপধরন বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে। এর নাম দেওয়া হয়েছে জেএন.১। দ্রুত ছড়ানোর কারণে এটিকে এরই মধ্যে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও