জাপার নাটক, শপথ ও বিরোধী দল হওয়ার খোয়াব
নব্বইয়ের গণ-অভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পরও একানব্বইয়ের নির্বাচনে দলটি এককভাবে নির্বাচন করে ৩৫টি আসন পেয়েছিল। দলের প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ কারাগারে থেকেও পাঁচটি আসনে জয়ী হয়েছিলেন। এর পর থেকেই থেকেই জাতীয় পার্টিতে ভাঙন ও ভাটির টান শুরু হয়।
১৯৯৬ সালের (১২ জুন) নির্বাচনে জাতীয় পার্টি ৩১টি, ২০০১ সালের নির্বাচনে ১৪টি, ২০০৮ সালের মহাজোটের শরিক হিসেবে ২৭টি, ২০১৪ সালে ২৬ ও ২০১৮ সালে ২২টি আসন পায়। সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনে দলটি ২৬টি আসন সমঝোতা করে মাত্র ১১টি আসনে জয়লাভ করে।
একদা জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুর এখন প্রায় জাতীয় পার্টি শূন্য। রংপুরে জাতীয় পার্টি একটি আসন পেয়েছে, ‘হারাধনের একটি ছেলে’—জিএম কাদের।