You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচনী সহিংসতা: ছয় ভোটকেন্দ্র ও ২২ প্রচার ক্যাম্পে আগুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে একের পর এক ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাজশাহী, ফেনী ও কিশোরগঞ্জে অন্তত ছয়টি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া রাজশাহীর একটি কেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার সকালে এসব ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন স্থানে অন্তত ২২টি প্রচারশিবিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খুলনায় নৌকার প্রচারশিবিরের এক পাহারাদারের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সব মিলিয়ে বৃহস্পতিবার রাত ও গতকাল সকাল পর্যন্ত ৩৭ স্থানে সংঘাত হয়েছে। আজকের পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যমতে, প্রতীক বরাদ্দের পর থেকে এ পর্যন্ত ২৫৮ জায়গায় সহিংসতা হয়েছে। তফসিল ঘোষণার পর সহিংসতায় প্রাণ গেছে সাতজনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন