কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেখ হাসিনার দেশপ্রেম সময়ের পরীক্ষায় উত্তীর্ণ

জাগো নিউজ ২৪ ফারাজী আজমল হোসেন প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১০:১১

বাংলাদেশ বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ৫২ বছর পার করেছে। বাঙালি জাতি আরও একবার বিজয়ের আনন্দে মেতে উঠলো। এ বিজয় অবশ্য সহজে আসেনি। ত্রিশ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের সোনার বাংলা। তাই এ অর্জনে রয়েছে অনেক শোকগাথা।


’৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাক হানাদারদের ভয়াবহ রক্তক্ষয়ী হামলার মুখে এদেশ থেকে প্রায় এক কোটি লোক (বর্তমান হিসেবে তিন কোটি) ভারতে শরণার্থী হতে বাধ্য হয়েছিল। এদেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছিল। খুব কম সংখ্যক স্থাপনা অটুট ছিল। পাকিস্তানি হানাদাররা পোড়ামাটি নীতি নিয়েছিল। পরিণামে সোনার বাংলা শ্মশানে পরিণত হয়। দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের বাছাই করে হত্যা করা হয়েছিল। যাতে বাঙালি জাতি শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। এতসব জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ডের পরও আত্মপ্রকাশ ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও