২০২৪ সালে জনপ্রিয়তা পাবে যে ধরনের শরবত

প্রথম আলো প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৪, ১৩:০৮

ভেষজ শরবত


উপকরণ: সেলেরি স্টিককুচি ১ টেবিল চামচ, শসাকুচি আধা কাপ, সবুজ আপেলকুচি ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ বা স্বাদমতো, পুদিনাপাতাকুচি ২ টেবিল চামচ, বেসিলপাতা ২টি, তাজা রোজমেরি স্টককুচি ১ চা-চামচ, বেদানার রস ১ চা-চামচ, মাল্টার রস ১ চা-চামচ, মধু ১ টেবিল চামচ বা স্বাদমতো, বিটলবণ আধা চা-চামচ ও বরফের টুকরা পরিমাণমতো।


প্রণালি: খোসা ছাড়িয়ে আপেল ও শসা টুকরা করে নিন। এবার ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। বরফের টুকরা দিয়ে শরবত গ্লাসে ঢেলে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও