বাড়ি করতে কেনা জমিতে একসঙ্গে পরিবারের চারজনের সমাধি
অটোরিকশাচালক জামাল উদ্দিন ও পরিচ্ছন্নতাকর্মী মরিয়ম আক্তার দম্পতি বাড়ি তৈরির জন্য টাকা জমিয়ে আট শতক জমি কিনেছিলেন। একপাশে ছাপরা তুলে তিন মেয়ে ও মাকে নিয়ে বসবাস করছিলেন জামাল। স্ত্রী চাকরি করেন ঢাকায়। আশা ছিল, দ্রুতই বড় করে বাড়ি করবেন। কিন্তু এর আগেই ওই ঘরে বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যান জামালসহ পরিবারের চার সদস্য। সেই জমিতেই আজ রোববার সকালে তাঁদের দাফন করা হয়েছে।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর ঘোষপালা গ্রামের বাসিন্দা ছিলেন জামাল উদ্দিন। গতকাল শনিবার বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়। তাঁরা হলেন—জামাল উদ্দিন (৪০), তাঁর মা আনোয়ারা বেগম (৭০) এবং জামালের দুই মেয়ে ফাইজা মনি (৭) ও আনিকা (৫)।
আজ সকাল ১০টায় নিহত ব্যক্তিদের বাড়ির সামনে থাকা ফসলি জমিতে জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের লোক ছাড়াও দূরদূরান্ত থেকে লোকজন এসে জানাজায় অংশ নেন।