জুতার সঙ্গে মোজা পরা ভালো না খারাপ?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৮
শীতকালে মোজা প্রায় সবাই পরেন। কিন্তু অনেকে জুতা পরেন, কিন্তু মোজা পরেন না। মোজা ছাড়াই জুতা পরেন। কিন্তু মোজা ছাড়া জুতা পরা কি ঠিক? এতে কী কী সমস্যা হতে পারে?
গবেষণা অনুযায়ী, জুতা পরলে পা থেকে প্রায় কয়েক মিলিলিটার ঘাম বের হয়। মোজা পরলে পা অত্যধিক ঘামার সুযোগ থাকে না।
কিন্তু মোজা না পরলে পায়ের ঘাম পায়েই শুকিয়ে যায়। আর এই ঘাম থেকে জন্ম নেয় ব্যাকটেরিয়া। যা পায়ের ত্বকে র্যাশ ও চুলকানি সৃষ্টি করতে পারে।