যা যা আছে আওয়ামী লীগের ইশতেহারে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৫:০৫

টানা তিন মেয়াদে সরকারে থাকা আওয়ামী লীগ 'স্মার্ট বাংলাদেশ' গড়ার প্রতিশ্রুতি দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে, যার শিরোনাম 'উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান'।


আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের অর্জন এবং আবারও ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে ইশতেহারে। এবার ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছে আওয়ামী লীগ।


দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ ইশতেহার ঘোষণা করেন। অনুষ্ঠানে সরবরাহ করা তার লিখিত বক্তৃতার অনুলিপি প্রকাশ করা হল।


প্রিয় দেশবাসী,


উপস্থিত সুধিমণ্ডলী,


        আসসালামু আলাইকুম, 


        আপনাদের সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। 


        দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। টেলিভিশন, রেডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় দেশের অভ্যন্তরে এবং বাইরে যাঁরা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁদেরও শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।


        বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক ব্যবস্থায় ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনার একটানা ১৫ বছর পূর্ণ হতে চলেছে। পাঁচ বছর মেয়াদি সংসদীয় সরকার ব্যবস্থা স্থিতিশীল থাকায় আমরা বাংলাদেশের অভূপূর্ব উন্নতি সাধন করতে পেরেছি। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।


        জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তাঁর স্বপ্ন ছিল ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ে তোলা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও