খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের সামনে ভিড়, স্বাস্থ্য নিয়ে ব্রিফ দুপুরে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলীয় নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা-কর্মীদের ভিড় দেখা যায়।
এদিকে, খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানাতে আজ দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
রাজধানীর বাড্ডা থেকে হাসপাতালের সামনে এসেছেন আনোয়ার হোসেন। তিনি প্রথম আলাকে বলেন, ‘আমি রাজনীতির সঙ্গে জড়িত না। কিন্তু খালেদা জিয়া আমার পছন্দের মানুষ। তাঁর খোঁজখবর জানার জন্য এসেছি। গত পরশু রাতেও একবার এসেছিলাম।’
সরেজমিনে দেখা যায়, হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়ক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে।