মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেত্রীর পোস্ট, প্রতিক্রিয়া ছাত্রদলের

যুগান্তর প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষাকে ভূলণ্ঠিত করেছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।


বুধবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেছে সংগঠনটি। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নিন্দা ও প্রতিবাদ জানান।


বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলছে, গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বারংবার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার ব্যত্যয় ঘটিয়ে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কলাভবন, কার্জন হল-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনকে আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে উদযাপন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ ঐতিহ্য হলেও, এবার তা একেবারেই হচ্ছে না দেখা গেছে।


মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে উদযাপন করার ক্ষেত্রে প্রশাসনের এমন দৃষ্টিকটু ও দায়িত্বজ্ঞানহীন অনীহার প্রেক্ষিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের বিজয়ের মাস উদযাপনে প্রশাসনের এহেন দায়িত্বজ্ঞানহীন অবহেলার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও