প্রভু যিশুর আগমনের শুভদিন
২৫ ডিসেম্বর বড়দিন। এইদিন আমরা, খ্রিষ্টানরা মহাসমারোহে ক্রিসমাস অর্থাৎ বড়দিন উৎসব উদযাপন করি। আজ থেকে প্রায় দুই হাজার তেইশ বছর পূর্বে ঈশ্বর তনয় আশ্চর্যজনকভাবে ঐশ্বরিক শক্তিতে মেরির কোলে বেথলেহেমের জীর্ণ গোশালায় জন্মগ্রহণ করেছিলেন।
মানব জাতির প্রতীক্ষিত মুক্তি দাতা প্রভু যিশু ত্রিশ বছর বয়সে প্রকাশ্যে প্রচার কাজ শুরু করেন। বাণী প্রচারের সাথে সাথেই চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। অনেক লোক তার অমৃত বাণী শোনার জন্য চারপাশে ভিড় জমায়।
শ্রোতাদের তিনি মন পরিবর্তনের আহ্বান জানান। পাপ, অসত্য, অন্যায় থেকে মন ফিরিয়ে সত্য, সুন্দর ও ভালো কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।
তিনি শিক্ষা দেন আমরা যাতে পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। তিনি অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত ও অস্পৃশ্যদের পক্ষ অবলম্বন করেন। তিনি বলতেন যে, অসুস্থদেরই ডাক্তার প্রয়োজন সুস্থদের জন্য নয়।
পৃথিবীতে থাকাকালীন অবস্থায় প্রভু যিশু অনেক আশ্চর্য কাজ করেছেন—অন্ধকে দিয়েছেন দৃষ্টি, বধিরকে দিয়েছেন শোনার ক্ষমতা, প্রতিবন্ধীকে দিয়েছেন হাঁটার শক্তি, এমনকি মৃতকে দিয়েছেন জীবন।
তিনি একে অন্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিক্ষা দেন। শুধু পাড়া-প্রতিবেশী ও বন্ধুদেরই নয়, শক্রদেরও তিনি ভালোবাসতে বলেন। তিনি একে অপরকে ক্ষমা করতে শিক্ষা দেন।
- ট্যাগ:
- মতামত
- বড়দিন উদযাপন
- শুভ বড়দিন