নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ, যুদ্ধবিরতির কথা বলেননি বাইডেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:২২

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে বাইডেন বলেন, নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে তিনি গাজায় যুদ্ধবিরতির কথা বলেননি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যকার সংঘাতে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য বিভিন্ন দেশ আহ্বান করলেও এক্ষেত্রে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।


সাংবাদিকদের উদ্দেশে বাইডেন বলেন, আমি আজ (শনিবার) নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি এবং এটি একটি ব্যক্তিগত কথোপকথন ছিল। তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, যুদ্ধবিরতির বিষয়ে তিনি নেতানিয়াহুকে কিছু বলেননি।


পরবর্তীতে এক বিবৃতিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে যে, বাইডেন এবং নেতানিয়াহু গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের উদ্দেশ্য এবং বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও