বিএনপির ভোট বর্জনের ডাক 'ফিউজ' হয়ে গেছে: হাছান মাহমুদ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৩০
বিএনপি নাশকতা চালিয়েও নির্বাচন নিয়ে জনগণের উৎসাহ-উদ্দীপনা ও আমেজ ম্লান করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেনের ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “বিএনপি অগ্নি সন্ত্রাস করেও নির্বাচনের উৎসাহ-উদ্দীপনা ও আমেজকে কোনোভাবেই ম্লান করতে পারেনি, তাদের অগ্নি সন্ত্রাসে কোনো কাজ হচ্ছে না। অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। কার্যত বিএনপির নির্বাচন বর্জনের ডাক ফিউজ হয়ে গেছে।”
নির্বাচনি আমেজ দেখে বিএনপি এখন 'দিশেহারা' বর্ণনা করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “বিএনপির নেতাকর্মীরাই তাদের ঘোষিত অসহযোগ কর্মসূচিতে সহযোগিতা করছে না। যেহেতু তাদের নেতাকর্মীরা কোনোভাবেই সাড়া দেয়নি, সুতরাং এই অসহযোগ কর্মসূচি বিএনপির ক্ষেত্রেই সফল।”
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে