
কমিশনে বিএনপির মত: নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন ক্যু বলে গণ্য হবে
বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধানের অধীনে গঠিত হয়েছে। সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিদ্যমান সংবিধানের স্থলে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন করলে সেটি বিপ্লব নয়; বরং ‘ক্যু’ হিসেবে গণ্য হবে বলে জানিয়ে দিল বিএনপি। দলটি বলেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে কোনো দল বা গোষ্ঠী এরূপ অসম্মানজনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করলে, সেটি হবে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে পাঠানো তিন পৃষ্ঠার মতামতে এসব কথা বলেছে বিএনপি। এতে জুলাই সনদ বাস্তবায়নের তিনটি সুনির্দিষ্ট সুপারিশও করেছে দলটি।
বিএনপি তাদের মতামতে বলেছে, সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ন করার বিপজ্জনক চেষ্টা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাস্তবসম্মত নয়। দলটি সংবিধান সংস্কারবিষয়ক সুপারিশ নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে দুই বছরের মধ্যে বাস্তবায়ন চায় বলেও জানিয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির বিষয়ে সংলাপে অংশ নেওয়া ৩০টি দল ও জোটের কাছে মতামত চাওয়া হয়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিএনপিসহ ২৭টি দল তাদের মতামত দিয়েছে। জামায়াতে ইসলামী আগামীকাল শনিবার বাস্তবায়ন পদ্ধতির বিষয়ে মতামত জমা দেবে। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে এনসিপি। সেগুলো নিয়ে গতকাল রাতে দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে সুপারিশ তৈরি করে কমিশনে মতামত জমা দেবে তারা।
বিএনপির তিন পাতার মতামতের প্রথম দুটিতে জুলাই সনদের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের একাধিক উদ্ধৃতি দিয়ে তার স্বপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরে। পাশাপাশি বলা হয়, কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে সনদের স্বপ্নদ্রষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সুচিন্তিত ধারণার বাইরে গিয়ে নানাবিধ নিত্যনতুন ধারণা-পন্থার কথা ব্যক্ত করছে। সেগুলো সুচিন্তিত ও বাস্তবসম্মত নয় বলে মনে করে বিএনপি।
বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্যমান সংবিধানের অধীনে গঠিত হয়েছে—বিষয়টি উল্লেখ করে বিএনপি বলছে, জুলাই গণ-অভ্যুত্থানে সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হয়নি। কিন্তু জুলাই সনদের খসড়ায় আট দফার অঙ্গীকারনামায় জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়ার কথা বলা হয়েছে, যা আইনি ও সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে অসম্ভব, অসংগত ও অগ্রহণযোগ্য বলে মনে করে বিএনপি।