
অর্থনৈতিক নিষেধাজ্ঞা কতটুকু কার্যকর
বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পাশ্চাত্য দেশসমূহ বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র কর্র্তৃক অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি জোরেশোরে আলোচিত হচ্ছে। বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় একক বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। ২০২১-২২ বাংলাদেশের মোট রপ্তানি ৫ হাজার ২০৮ কোটি ডলারের মধ্যে ১ হাজার ৪২ কোটি ডলারের পণ্য কিনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে মোট ৯৭০ কোটি ডলারের পণ্য।
আশির দশকের শেষের দিকে ও নব্বই দশকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক খাতে যে কোটা বরাদ্দ করেছিল, তার ওপর ভিত্তি করেই দেশীয় বিনিয়োগকারীরা খাতটিতে প্রচুর অর্থ লগ্নি করেন, যার সুফল বাংলাদেশ এখন পাচ্ছে। করোনা মহামারীর অব্যবহিত পরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়ে যায়। এ-সময় চীনের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে মার্কিন আমদানিকারকরা বাংলাদেশ থেকে ক্রয় বাড়িয়ে দেন।
- ট্যাগ:
- মতামত
- নিষেধাজ্ঞা
- জাতীয় নির্বাচন