কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাস্থ্যসেবায় সহায়ক দুটি এআই মডেল আনল গুগল

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯

স্বাস্থ্যসেবা খাতের জন্য ‘মেডএলএম—এ ফ্যামিলি অব ফাউন্ডেশন মডেল’ নিয়ে আসার ঘোষণা দিয়েছে গুগল। মেডএলএমের অন্তর্ভুক্ত দুটি এআই মডেল স্বাস্থ্যসেবা দানকারী ব্যক্তি ও গবেষকদের সহায়তা করবে। গুগলের ব্লগ পোস্টে কম্পানিটির হেলথকেয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড সলিউশনের গ্লোবাল ডিরেক্টর অশিমা গুপ্তা বলেন, ‘মেডএলএম স্যুটের দুটি ভাগ রয়েছে—লার্জ ও মিডিয়াম সাইজ এআই মডেল। অর্থের বিনিময়ে দুটি মডেলই ব্যবহার করা যাবে।


মিডিয়াম সাইজ মডেলটি ব্যবহারের খরচ তুলনামূলকভাবে কম হবে। লার্জ মেডএলএম ব্যবহারে কম্পিউটারের প্রচুর শক্তি ব্যয় হবে। মডেলটি বিস্তারিত তথ্য জানাবে। যেমন—হাসপাতালে চিকিৎসা নেওয়া সব রোগীর তথ্য নিয়ে কোনো গবেষণা চালাতে গেলে এটি কাজে লাগবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও