You have reached your daily news limit

Please log in to continue


দাড়িতে খুশকি হলে কী করবেন?

শীতে খুশকির সমস্যায় অনেকেই ভোগেন। শুধু কি মাথার ত্বকেই খুশকি হয়? অনেকের তো আই ভ্রু থেকে শুরু করে চোখের পাপড়ি এমনকি দাড়ি-গোঁফেও খুশকির সমস্যা দেখা দেয়। তবে এর কারণ কী?

এ বিষয়ে ভারতীয় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাধুরী আগরওয়ালের মতে, বিয়ার্ড ড্যানড্রফ হলে অনেক সময়ই তা থেকে ফ্লেকি স্কিন ছড়াতে শুরু করে। যা জ্বালা ও চুলকানির কারণ হয়ে দাঁড়ায়।

মূলত ম্যালাসেজিয়া নামক এক উপাদানের কারণেও বাড়তে পারে বিয়ার্ড ড্যানড্রফ। তবে কয়েকটি নিয়ম মেনে চললেই ভালো থাকবে দাড়ি ও ত্বক। জেনে নিন করণীয়-

গরম পানির ব্যবহার

মুখে গরম বা খুব ঠান্ডা পানির বদলে হালকা গরম পানি ব্যবহার করুন। ফরে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হবে না ও ত্বক অতিরিক্ত শুষ্কও হয়ে উঠবে না।

বিয়ার্ড্র ব্রাশের ব্যবহার

দাড়ির খুশকি দূর করতে নিয়মিত গোসলের আগে অবশ্যই শক্ত ব্রিসলস দেওয়া বিয়ার্ড্র ব্রাশ দিয়ে আলতোভাবে এক্সফোলিয়েট করুন। সার্কুলার মোশনে এক্সফোলিয়েট করলে সবচেয়ে ভালো ফল মিলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন