উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম বিনা মূল্যে ব্যবহারের সুযোগ বন্ধ হচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ১৪:২৩

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদই বটে। বর্তমানে বিনা মূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা গেলেও ভবিষ্যতে এ সুযোগ আর পাওয়া যাবে না বলে জানিয়েছে মাইক্রোসফট। অর্থের বিনিময়ে মাইক্রোসফটের ক্লাউড সেবা ‘উইন্ডোজ ৩৬৫’ ব্যবহার করলেই শুধু উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। ধারণা করা হচ্ছে, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ব্যবহারে বাধ্য করতেই এ সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।


গত এপ্রিল মাসে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য নতুন কোনো সংস্করণ উন্মুক্ত না করার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। নতুন সংস্করণ উন্মুক্ত না করার পাশাপাশি ভবিষ্যতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থেকে নিজেদের নিরাপত্তা সমর্থন প্রত্যাহার করা হতে পারে বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এবার নতুন এক ব্লগ বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবরের পর বিনা মূল্যে অপারেটিং সিস্টেমটি আর ব্যবহার করা যাবে না। সমস্যা সমাধানে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শও দিয়েছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও