![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-12%252Fe24bb509-47d1-4036-8468-6863cd69eb25%252FRubialesPhoto__3_.jpg%3Frect%3D0%252C0%252C1365%252C768%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
ইংল্যান্ডের নারী ফুটবলারকেও জোর করে চুমু খেয়েছিলেন রুবিয়ালেস
প্রথম আলো
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৩, ১৪:০৫
ফিফা নারী বিশ্বকাপ ফাইনালের পর পদকমঞ্চে স্পেনের খেলোয়াড় হেনি হেরমোসোর ঠোঁটে চুমু খেয়ে নিষিদ্ধ হওয়া লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে আরেকটি বড় ধরনের অভিযোগ উঠেছে। সেদিন শুধু হেরমোসোকেই নয়; ইংলিশ ডিফেন্ডার লুসি ব্রোঞ্জকেও জোরপূর্বক চুমু খেয়েছিলেন রুবিয়ালেস। এ ছাড়া দলটির মিডফিল্ডার লরা কোম্বসের গালও জোরপূর্বক স্পর্শ করেছিলেন।
হেরমোসোকে চুমু খেয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতির পদ হারানো রুবিয়ালেসের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ করেছেন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান (এফএ) ডেবি হিউইট। পদকমঞ্চে রুবিয়ালেসের পাশেই ছিলেন হিউইট। তাঁর কাছে ওই দিন রুবিয়ালেসের আচরণ অস্বস্তিকর মনে হয়েছে বলে ফিফা শৃঙ্খলা কমিটির শুনানিতে জানিয়েছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে