টেন হাগের চেলসি-পরীক্ষা
সমকাল
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ১৩:১৪
সময়টা ভীষণ খারাপ যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচের ৬টিতেই হেরেছে তারা। শেষ ৫ ম্যাচের ২টিতে হার। গত শনিবার নিউক্যাসলের বিপক্ষে হারের পর কঠোর সমালোচনা চলছে কোচ এরিক টেন হাগের। আজ ওল্ড ট্র্যাফোর্ডে চেলসির বিপক্ষে জিততে না পারলে ডাচ এ কোচের ছাঁটাইয়ের দাবি উঠতে পারে।
অবশ্য এরই মধ্যে টেন হাগের সঙ্গে লেগে গেছে গণমাধ্যমকর্মীদের। নিউক্যাসলের বিপক্ষে হারের পর বেশ কয়েকটি গণমাধ্যমে লেখা হয়, কোচ এরিক টেন হাগের ওপর থেকে আস্থা হারাচ্ছেন ম্যানইউর খেলোয়াড়রা। এসব লেখার জেরে স্কাই স্পোর্টস, ডেইলি মিরর, ইএসপিএনসহ বেশ ক’জন প্রখ্যাত সাংবাদিককে চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ নিয়ে গতকালের সংবাদ সম্মেলনে যোগ দিতে দেওয়া হয়নি।