কীভাবে জীবনে ব্যর্থ হব
প্রথম আলো
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ২০:৪৫
গাঁয়ের এক তরুণ একবার বলছিল, ‘আমার মৃত্যু কোথায় হবে যদি জানতে পারতাম, তাহলে কখনো সেখানে যেতামই না।’ কথাটা শুনতে বড় অদ্ভুত, কিন্তু এর মধ্যে একটা সাদাসিধে সত্য লুকিয়ে আছে। কখনো কখনো সমস্যাকে একটু উল্টো করে দেখলে সমাধান খোঁজা সহজ হয়ে যায়।
বীজগণিত-সংক্রান্ত সমস্যা সমাধানের অভিজ্ঞতা যাঁদের আছে, তাঁরা জানেন, কখনো কখনো উল্টো দিক থেকে শুরু করলে সমীকরণ মেলানো সহজ। জীবনও অনেকটা বীজগণিতের মতোই। অতএব উল্টো দিক থেকে একটা হিসাব করা যাক। কী করলে জীবনে ব্যর্থ হতে পারি? এই প্রশ্নের উত্তর বের করলেই জানতে পারব, কী আমার এড়ানো দরকার। কিছু কিছু উত্তর সহজ। যেমন অলস ও অবিশ্বস্ত হলে ব্যর্থতা নিশ্চিত। এই দুই বৈশিষ্ট্য আমি নিশ্চয়ই নিজের মধ্যে চাইব না।