‘ট্রল না করলে দুশ্চিন্তা হয়, ডিপ্রেশনে পড়ে যাই’

প্রথম আলো প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৪১

তারকাদের ব্যাপারটাই এ রকম—আজ মাথায় তুলে নাচানাচি তো কালই মাটিতে ফেলে অনলাইন বুলিং। পান থেকে চুন খসলেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় মোরাল পুলিশিং। এর আদর্শ উদাহরণ ভারতের বাঙালি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। দুখঃজনক হলেও সত্যি, যাঁরা তাঁকে নিয়ে ইনস্টাগ্রাম পোস্টের নিচে আজেবাজে কথা লেখেন, তাঁদের একটা বড় অংশই বাংলাদেশি বাঙালি।


কখনো তিনি ভুলভাল ইংরেজি বলে ট্রলের শিকার হন, কখনোবা স্বামীকে চুমু খেয়ে। কখনো ওজন বাড়িয়ে, কখনো প্লাস্টিক সার্জারি করিয়ে। কখনো বেশি মেকআপ করে, কখনো অন্য বলিউড তারকাদের মতো সাজপোশাকের জন্য! ‘পরিণীতা’ আর ‘ইন্দুবালা ভাতের হেটেল’-এ অভিনয়ের জন্য যতটা না সমাদৃত হয়েছেন, বাস্তব জীবনের নানা কিছুর জন্য সমালোচিত হয়েছেন আরও বেশি। সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার পর এসব সমালোচনার সমুচিত জবাব দিয়ে বানিয়েছেন একটা ভিডিও। সেখানে সমালোচনাকারীদের দেখিয়েছেন হাতের আঙুলের মধ্যমা। একনজরে দেখে নেওয়া যাক সেগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও