এপার-ওপার— দুই বাংলায় সমান জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী জয়া আহসান। সিনেমাপ্রেমীদের কাছে এ অভিনেত্রী ভীষণ জনপ্রিয়। ৫০ পেরিয়ে গেলেও বয়স যেন এখনো পঁচিশে দাঁড়িয়ে। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকদের মন জয় করে চলেছেন অভিনেত্রী। তার অভিনয়ের সাবলীলতায় মুগ্ধ সিনেমাপ্রেমীরা।
এ মুহূর্তে অভিনেত্রী তার নতুন সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ত। আগামী শুক্রবার (১৬ মে) মুক্তি পাচ্ছে জয়া আহসানের সিনেমা ‘জয়া আর শারমিনের গল্প’। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার এক মিনিট ১৯ সেকেন্ডের সেই ট্রেলার।