ফারিণের এক হাতে ফুল, আরেক হাতে কুড়াল কীসের ইঙ্গিত?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ মে ২০২৫, ১১:৩৫

নাটক, ওয়েব কনটেন্ট, সিরিজের পর এবার পূর্ণাঙ্গ সিনেমার নায়িকা হওয়ার পথে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এখন নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘ইনসাফ’- এর নায়িকা তিনি! আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সিনেমাটিতে ফারিণ এর লুক নানা প্রশ্ন বাঁধাল দর্শকের মনে।


রোববার সন্ধ্যায় ছবির একটি পোস্টার উন্মোচন করা হয়। আর তাতে আটকে যায় চোখ! কারণ পোস্টারে ফারিণকে দেখা যায় এক রহস্যময়ীর অবতারে।


পোস্টারে লক্ষ্য করলে দেখা যায়, ফারিণের আবেদনময়ী লুক, খয়েরি রক্তের গ্ল্যামারাস পোশাক, পায়ে হাই হিল। মুখে রক্তের ছিটে ফোঁটা। চারপাশে আহত হয়েছে পড়ে আছে দু-চারজন! তাদের কারও হাত, কারও পা দেখা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও