ভাঙাগড়ার পর চিরকুটের নতুন অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ মে ২০২৫, ১১:৩৬

কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি।


চিরকুট ব্যান্ডের বয়স প্রায় দুই যুগ হতে চলল। এই দীর্ঘ সময়ে মাত্র তিনটি অ্যালবাম প্রকাশ করেছে তারা। দুই বছর আগে চতুর্থ অ্যালবামের ঘোষণা দিয়েছিল চিরকুট। জানিয়েছিল, ‘পেন্ডুলাম’ নামের অ্যালবামের কাজ শুরু হয়েছে। সেই পেন্ডুলাম’ শেষ পর্যন্ত বদলে গেছে ভালোবাসাসমগ্রে। গতকাল প্রকাশ পেল চিরকুটের নতুন অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’-এর প্রথম গান ‘দামি’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও