শীতে ত্বক ও চুলের শুষ্কভাব কমবে এক তেল ব্যবহারেই
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩, ২২:২৭
শীত এখনো সেভাবে জাঁকিয়ে বসেনি, আর তাতেই ত্বক ও চুলের বেহাল দশা হতে শুরু হয়েছে অনেকেরই। শীতকালে কমবেশি সবাই ত্বক ও চুলের নানা সমস্যায় ভোগেন। আর্দ্রতার অভাবে আর মাত্রাতিরিক্ত দূষণের কারণে ত্বক ও চুলের অবস্থা নাজুক হয়ে পড়ে।
ত্বক শুষ্ক হয়ে পড়লে বাড়ে চুলকানি আবার মাথার ত্বক শুষ্ক হলে বাড়ে খুশকি ও চুল পড়ার সমস্যা। আপনিও কি ত্বক ও চুলের সমস্যায় নাজেহাল হয়ে পড়েছেন? তাহলে একটি তেল ব্যবহারেই এ সমস্যার সমাধান করতে পারবেন।
যদিও ত্বক ও চুলের পরিচর্যার প্রসাধনী ভিন্ন হয়, তবে এমন এক উপাদান আছে, যা এই শুষ্ক আবহাওয়ায় আপনার ত্বক ও চুলের দুটোরই খেয়াল রাখবে। আর তা হলো ক্যাস্টর অয়েল।
- ট্যাগ:
- লাইফ
- শুষ্ক ত্বক
- ক্যাস্টর অয়েল