
কোপা আমেরিকার ড্র কবে, কোন পটে কারা?
সমকাল
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৩
আগামী বছর জার্মানিতে বসবে ইউরো চ্যাম্পিয়নশিপের আসর। শনিবার রাতে ওই আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া ‘বি’ গ্রুপে পড়েছে। যেটাকে গ্রুপ অব ডেথ বলা হচ্ছে। এবার কোপা আমেরিকার ড্র’র অপেক্ষা।
আগামী ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ড্র। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার আসরে অংশ নেবে ১৬টি দল। এরই মধ্যে ১৪ দল আসরে জায়গা নিশ্চিত করেছে। প্লে অফ থেকে আসবে দুই দল। মোট ১৬ দলকে এরই মধ্যে চারটি পটে ভাগ করা হয়েছে।
- ট্যাগ:
- খেলা
- কোপা আমেরিকা