চিপ স্টার্টআপের বিনিয়োগ প্রত্যাহারে সৌদি তহবিলকে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র

প্রথম আলো প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩, ১৭:৪১

সৌদি আরবভিত্তিক একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্মকে এআই চিপ–সংক্রান্ত স্টার্টআপ থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিতে বাধ্য করেছে বাইডেন প্রশাসন। রেইন নিউরোমরফিকস নামের এই স্টার্টআপে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা বা চ্যাটজিপিটির জনক হিসেবে খ্যাত স্যাম অল্টম্যানের সমর্থন আছে।


রেইন নিউরোমরফিকস যে চিপ তৈরি করে, তা অনেকটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। যেসব কোম্পানি এআইভিত্তিক অ্যালগরিদম ব্যবহার করে, সেই সব কোম্পানিকে চিপ দিয়ে সহায়তা করে রেইন নিইরোমরফিকস। ২০২২ সালে এই স্টার্টআপ কোম্পানিটি ২৫ মিলিয়ন বা আড়াই কোটি ডলারের তহবিল পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও