
আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিকে মুনাফা বাড়লো ৯৮.৮ শতাংশ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ২১:২৯
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে নিট মুনাফায় প্রায় ৯৮ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যার পরিমাণ ৩৭ মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে। সরকারি সিকিউরিটিজে তাদের বিনিয়োগ থেকে প্রাপ্ত বৃহৎ রিটার্ন এ মুনাফা বৃদ্ধির পেছনে মুখ্য ভূমিকা রেখেছে। বুধবার (১৪ মে) প্রতিষ্ঠানটি এসব তথ্য জানিয়েছে।
প্রতিটি শেয়ারের আয় (ইপিএস) গত বছরের ০.০৫ টাকা থেকে বেড়ে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ০.০৯ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি মোট সুদের আয় ১৬.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ ২ হাজার ২৮৮ মিলিয়ন টাকা এবং বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক নীতিগত সুদের হার বৃদ্ধি এবং উচ্চতর আমানত হারের কারণে অর্থায়ন ব্যয় ২২.৯ শতাংশ বেড়েছে।