
এনবিআর অধ্যাদেশ বাতিলে কলম বিরতি, অ্যাসোসিয়েশনের অনেক নেতার পদত্যাগ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ২১:২৮
এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে কলম বিরতি কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই কলম বিরতি কর্মসূচি পালিত হয়।
এদিকে দেশ, জনগণ ও সার্ভিসের স্বার্থরক্ষায় নির্লিপ্ততার প্রতিবাদে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন ও বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি, মহাসচিব, ট্রেজারারসহ যুগ্ম মহাসচিবসহ গুরুত্বপূর্ণ সদস্যরা পদত্যাগ করেছেন বলে জানা গেছে। অ্যাসোসিয়েশনের কিছু ঊর্ধ্বতন নেতা এনবিআর স্বার্থ সংশ্লিষ্টদের বিপক্ষে কাজ করার প্রতিবাদে গণহারে পদত্যাগ করেছে বলে জানা গেছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- এনবিআর
- কর্মবিরতি