‘গণতন্ত্র ফেরানোর’ অবরোধ চলবে: ঝটিকা মিছিলে রিজভী
সরকারের পতন না হওয়া পর্যন্ত ‘গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে’ অবরোধ কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার সপ্তম দফা অবরোধের প্রথম দিন সকালে অর্ধশতাধিক নেতা-কর্মীকে সঙ্গে করে ঝটিকা মিছিল নিয়ে ঢাকার রাস্তায় নামেন রিজভী। মিছিল শেষে বনানীর কামাল আতার্তুক এভিনিউতে সংক্ষিপ্ত বক্তব্যে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি আত্মগোপনে চলে যান।
দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধের ৪৮ ঘণ্টার এই নতুন কর্মসূচি রোববার ভোর থেকে শুরু হয়েছে, যা শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।
এর আগে গত ২৯ অক্টোবর থেকে বিএনপি দুই দফায় তিনদিন হরতাল এবং ৬ দফায় মোট ১৩ দিন অবরোধ করেছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে করা বিএনপির এই আন্দোলনে একাত্মতা জানিয়ে আসছে দলটির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো।