![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/11/25/busy_couple.jpg?itok=QP2ofl_j×tamp=1700914521)
সম্পর্ক সুন্দর রাখতে কর্মব্যস্ত দম্পতিদের যে ৫ বিষয় অনুসরণ করা উচিত
ডেইলি স্টার
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ২০:৫৩
একটি সম্পর্ক সুন্দর ও স্বাভাবিক রাখতে একে অপরকে সময় দেওয়ার কোনো বিকল্প নেই। কিন্তু কর্মব্যস্ত জীবনে কাজের দিকটা ঠিকঠাকভাবে সামলে সঙ্গীর জন্য পর্যাপ্ত সময় বের করা আসলেই কঠিন।
সব সম্পর্কই আলাদা এবং একটি সম্পর্ককে অন্যটির সঙ্গে তুলনা করাটা উচিত নয়। আপনি যদি বিয়ে বা প্রতিশ্রুতিবদ্ধ কোনো সম্পর্কে আবদ্ধ হোন এবং ব্যস্ততার কারণে সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে না পারেন, তাহলে কিছু নিয়ম অনুসরণ করে এ ঘাটতি মোচন করতে পারেন।
- ট্যাগ:
- লাইফ
- সম্পর্ক
- কর্মব্যস্ত
- কর্মব্যস্ততা