
কল্পনা আক্তার শঙ্কার কথা বাংলাদেশকে জানাননি: তথ্যমন্ত্রী
পোশাকশ্রমিক নেতা কল্পনা আক্তার তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা সরকারকে জানালে তাঁকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
‘পোশাকশ্রমিক কল্পনা আখতার হুমকি বোধ করে যুক্তরাষ্ট্র সরকারকে জানিয়েছেন’ এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নিয়ম হচ্ছে, যিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করেন, তিনি যদি নিরাপত্তাহীনতা বোধ করেন, তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা বাহিনীকেই বলতে হবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও যখন নিরাপত্তাহীনতা বোধ করেছেন, তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, পুলিশকে বলেছেন।’
আজ বুধবার দুপুরে তথ্যমন্ত্রী সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রকাশিত সাংবাদিক স্বপন কুমার কুণ্ডু রচিত ‘সাংবাদিকতার অ আ ক খ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এরপর মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।