ভারতের গোয়ায় সোমবার (২০ নভেম্বর) শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি)। যেখানে দেখানো হয়েছে হিন্দি সিনেমা ‘কড়ক সিং’র ট্রেলার। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
এদিন ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন জয়া। যেখানে তার সঙ্গে দেখা হয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় সেতুপতির। সেই মুহূর্ত ফেমবন্দী করতে ভুল করেননি জয়া।
মঙ্গলবার বিকেলে ‘জওয়ান’ সিনেমার খলনায়কের সঙ্গে তোলা সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন জয়া। যেখানে বিজয় সেতুপতিকে স্যার বলে সম্বোধন করেছেন তিনি।