![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-04%252F77696bae-b694-47fa-bcfd-3fe15c4238a7%252Fprothomalo_bangla_2023_03_a7793164_6912_4a3a_936c_01c4a74ec8b5_prothomalo_import_media_2020_07_27_32.webp%3Frect%3D0%252C0%252C900%252C506%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
আরেক দফা বাড়ল সোনার দাম, দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ
প্রথম আলো
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ২১:৩২
দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। এ নিয়ে টানা পাঁচবার বৃদ্ধি পেল সোনার দাম। এ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা দাম বেড়েছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। দেশের বাজারে এখন পর্যন্ত সোনার এটিই সর্বোচ্চ দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ শনিবার সোনার এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছে। সমিতি বলেছে, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়ে যাওয়ার কারণে দর সমন্বয় করা হয়েছে। আগামীকাল রোববার থেকে নতুন এই দর কার্যকর হবে।