You have reached your daily news limit

Please log in to continue


সূচক নামল ৫ বছরের সর্বনিম্নে, ধসে পড়ল লাখো বিনিয়োগকারীর স্বপ্ন

বাজার নয়, যেন শোকস্তব্ধ প্রার্থনার ঘর। দাম নয়, নামছে মনোবল; ভেঙে পড়ছে আত্মবিশ্বাস। চায়ের দোকানেও এখন শেয়ার নিয়ে আলোচনা নেই, সামাজিক মাধ্যমেও নেই কৌতূহল— সবাই মুখ ফিরিয়ে নিয়েছে পুঁজিবাজার থেকে। কারণ, প্রতিদিন সূচক নয়, ভাঙছে হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বপ্ন।

গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স নেমে এসেছে ৪,৭৮১ পয়েন্টে, যা ২০২০ সালের ২৪ আগস্টের পর অর্থাৎ গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। মাত্র তিন কার্যদিবসে সূচক কমেছে ১৪০ পয়েন্টের বেশি। ওই সময় সূচক ছিল ৪,৭৬২ পয়েন্টে। টানা দরপতনের এই ধারা বাজার থেকে উধাও করে দিচ্ছে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ও মূলধন—একসঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন