বাংলাদেশ অর্থনীতির জন্য এক সুসংবাদ নিয়ে এসেছে চলতি বছরের জুন মাস। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশটি খুব শিগগির চতুর্থ ও পঞ্চম কিস্তি হিসেবে মোট ১.৩ বিলিয়ন বা ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ পেতে যাচ্ছে। এই অর্থ ছাড়ের বিষয়টি আইএমএফের বোর্ডে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং অনুমোদন মিললেই জুনের মধ্যে তা একসঙ্গে ছাড় হবে বলে আশা করছে সরকার।
শুধু আইএমএফ নয়, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), জাপান ও ওপেক ফান্ডসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকেও আরও প্রায় ২ বিলিয়ন ডলার বাজেট সহায়তা আসতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সব মিলিয়ে জুন মাসের মধ্যে বাংলাদেশে আসতে পারে মোট ৩.৩ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক সহায়তা, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের স্বস্তি আনবে।
অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় পর্যালোচনা (রিভিউ) সফলভাবে সম্পন্ন করার পর বাংলাদেশ চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের যোগ্যতা অর্জন করে। এর পরপরই সদ্যসমাপ্ত চতুর্থ রিভিউয়ের সফলতার ভিত্তিতে পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের ক্ষেত্রেও সবুজসংকেত মেলে।