
জনশক্তি নিতে মালয়েশিয়ার ‘সর্বোচ্চ অগ্রাধিকারে’ বাংলাদেশ: আসিফ নজরুল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ২২:৪৩
আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি জনশক্তি নেওয়ার যে পদক্ষেপ নিয়েছে তাতে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রাজায়ায় দেশটির তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিকালে নিজের ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, “পরশুদিন (মঙ্গলবার) আমি এখানে এসেছিলাম। আজ এখানে দেশটির তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ং।