![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F30d281cd-3de6-410c-b34f-9f7a689278c4%252FJesso.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
গ্রেপ্তারের সময় যুবদল নেতার আকুতি : ‘আমাকে নিয়েন না ভাই, আমার ছেলে-মা অসুস্থ’
প্রথম আলো
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ১৭:০৬
‘আমাকে নিয়েন না ভাই। আমার ছেলে অসুস্থ, আমার মা অসুস্থ।’ গতকাল বৃহস্পতিবার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিফতাহ উদ্দীন শিকদারকে বাড়ি থেকে গ্রেপ্তারের সময় এভাবে পুলিশকে অনুনয়-বিনয় করেন তিনি। বিএনপির পক্ষ থেকে গ্রেপ্তারের এই ভিডিওচিত্র আজ শুক্রবার সাংবাদিকদের সরবরাহ করা হয়।
বিএনপি নেতারা বলছেন, মিফতাহ দীর্ঘদিন যাবৎ ঘরছাড়া ছিলেন। অসুস্থ মা ও শিশু সন্তানকে দেখতে কিছু সময়ের জন্য তিনি বাড়ি গিয়েছিলেন। সেই সুযোগেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- যুবদল নেতা