You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের নিমন্ত্রণে গিয়ে এসব প্রশ্ন করছেন না তো?

শীত পড়তে শুরু করেছে। বাড়িতে হয়তো আসতে শুরু করেছে বিয়ের দাওয়াতের কার্ড। পরিবার, বন্ধু, আত্মীয়স্বজন, প্রতিবেশী—সবার মধ্যেই যেন উৎসবের আমেজ। মধুর এই আনন্দ-আয়োজনে একটি বাঁকা কথা কিংবা একটি বিব্রতকর প্রশ্নের কারণে যে-কেউ ভীষণ রকম অসম্মানিত বোধ করতে পারেন। তাই কিছু প্রসঙ্গে কথা না তোলাই সমীচীন। এই যেমন কনের গয়না, দেনমোহর কিংবা বরের জীবিকাবিষয়ক আলাপ। কেউ হয়তো প্রশ্ন করলেন, ‘কই দেখি দেখি! কত ভরি গয়না দিল মেয়েকে?’কেউ হয়তো বরের আয়রোজগার সম্পর্কে নেতিবাচক কথা বলে বসলেন। এতে কিন্তু বর-কনে দুপক্ষই বিব্রত বোধ করতে পারে।

এমনকি পরবর্তী সময় সংসারে কোনো দিন ছোটখাটো অশান্তি দেখা দিলে সেখানেও চলে আসতে পারে বিয়ের সময়কার এসব নেতিবাচক কথা। সব কথা কিন্তু সবাইকে একইভাবে বলা যায় না। কথাটি ভুলে গেলেই বিপত্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন