সাবেক শিল্প সচিবের মেয়ে ও জামাইয়ের ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ
প্রায় ২৬ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ১৩ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব নুরুল আমিনের মেয়ে ও তার জামাইয়ের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১২ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রথম মামলায় শিল্প মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নুরুল আমিনের মেয়ে ও আসামি মিসেস ফারাহ শারমীনের বিরুদ্ধে দুদকে দাখিল করা ৮ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৫৩৫ টাকার সম্পদের মধ্যে ২ কোটি ২২ লাখ ৩৭ হাজার ৯৩৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৫ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৫৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন অভিযোগ আনা হয়েছে।