গুগল ক্রোমে পিসি স্লো হচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর উপায়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ২০:০০

ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অনেকেই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। যদিও এই ব্রাউজার ‘র‌্যাম হোগার’ হিসেবে পরিচিত, যা ডিভাইসকে ক্রমাগত ধীরগতি করে দিতে পারে।


অনেকেরই অভিযোগ ক্রোম ব্রাউজার কম্পিউটারের র‍্যামের একটা বড় অংশ দখল করে নেয়। যার ফলে অন্য কোনো অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করা কঠিন হয়ে যেতে পারে। যদিও এই সমস্যার সমাধানে নতুন একটি ফিচার নিয়ে এসেছে ক্রোম। এই ফিচার ব্যবহারকারীকে জানিয়ে দেবে, এর প্রতিটি ট্যাব কীভাবে সিস্টেম মেমরি ব্যবহার করছে।


নতুন এই ফিচারের বিশেষত্ব কি?


ক্রোম ব্রাউজার কতটা র‌্যাম ব্যবহৃত হচ্ছে, সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এতদিন ওয়েব ব্রাউজার সিস্টেমের টাস্ক ম্যানেজারে (উইন্ডোজে) যেতে হত। এবার তা সহজ হয়ে যাবে। মনে করেন কারো ডিভাইসে ক্রোম মোট র‍্যামের মধ্যে কতটা মেমরি অবশিষ্ট রয়েছে তা দেখা প্রয়োজন। এ জন্য খুব কষ্ট করতে হবে না। নতুন ফিচার থাকার ফলে ব্যবহারকারীরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি এমন কোনো ট্যাব বন্ধ করে দিতে চান কিনা, যা অতিরিক্ত জায়গা দখল করে রাখছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও