You have reached your daily news limit

Please log in to continue


শিশুদের সঙ্গে সিআরসি

কাম ফর রোড চাইল্ড বা সিআরসির ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথচলা শুরু হয় ২০১৭ সালের ১৬ জুন। যাত্রার পর থেকে পথশিশুদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সংগঠনটি।

সিআরসি স্কুল নামে একটি স্কুলও রয়েছে সংগঠনটির। এটির কার্যক্রম শুরু হয় ২০২০ সালের ২২ জানুয়ারি। স্কুলটিতে সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের পড়ানো হয়। পাঁচ শিশু নিয়ে শুরু হওয়া স্কুলটিতে এখন ৩৬ শিক্ষার্থী নিয়মিত পড়ালেখা করে। সিআরসি ইবি শাখার সভাপতি মো. শাহীদ কাওসার বলেন, ‘আমাদের এখানে বিভিন্ন বিষয় পড়ানো হয়। এগুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। মাঝেমধ্যে গান, কবিতা, আর্টও শেখানো হয়।’

সিআরসি স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুরা লেখাপড়া করে। ২২ জন শিক্ষক একটি রুটিনমাফিক ক্লাস নিয়ে থাকেন। শিক্ষক মূলত সংগঠনের সদস্যরাই। বার্ষিক উৎসবে সেরা শিক্ষককে দেওয়া হয় পুরস্কার। সিআরসির সাবেক সভাপতি রনি সাহা বলেন, ‘আমরা পড়ানোর পাশাপাশি নানা শিক্ষা উপকরণ দিয়ে থাকি, যাতে শিশুরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে।’ তিনি জানান, দূর থেকে স্কুলে পড়তে আসা শিশুদের কখনো কখনো শিক্ষকেরা সঙ্গে করে নিয়ে আসেন। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসবে শিশুদের খাদ্যসামগ্রী 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন